ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে  গরু চুরি করতে যাওয়ার অভিযোগে জনতার পিটুনিতে  একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এ সময় এলাকাবাসী তাদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করেছেন।  সোমবার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার উলুখোলা এলাকার কালিকুঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন- বগুড়ার সদর উপজেলার ক্ষেত্রদামা এলাকার বাবলার ছেলে দেলোয়ার হোসেন (২৮), একই জেলার শিবগঞ্জ উপজেলা গেওনা ভিন্নত এলাকার মো. আক্তার হোসেনের ছেলে নাহিদ মিয়া (৩০), একই উপজেলার তাতভৈরা এলাকার আব্দুর রশিদের ছেলে মো. হাসান আলী (৩০), নওগাঁর তেজনন্দী পাতবাইন এলাকার আব্দুল মান্নানের ছেলে গাজী মো. হোসেন (৩৫) ও টাঙ্গাইলের মো. ফজর আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩৬)।পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে গরু চোরদের একটি চক্র উপজেলার নাগরী ইউনিয়নের কালিকুঠি গ্রামের আব্দুল বারেকের বাড়ি গরু চুরি করতে যায়। বাড়ির লোকজনের চিৎকার শুনে চোররা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তিনটি গরুসহ ছয়জনকে ঘিরে ফেলে গণপিটুনি শুরু করে। এ সময় একজন ঘটনাস্থলেই নিহত হন।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আর আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের মধ্যে আলমগীর, নাহিদ ও গাজীর অবস্থা আশঙ্কাজনক।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, আহতদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হওয়ার পর তাদের সাথে কথা বলে নিহতের পরিচয় শনাক্ত করা হবে। এ ছাড়া আহতের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

ads

Our Facebook Page